Thursday, 28 February 2019

ভাষ্যলাপ

শুনলাম বাংলা তোর নাকি পিঠ ঠেকে গেছে ?
বঙ্গে নাকি আর কহে না কেউ তোর বুলি ?
আশ্চর্যান্বিত আমি, কেন রে তবে এ বিদেশ বিভূঁইয়ে বসে,
আজও স্মৃতির মনিকোঠায় আমার, তোর সেই ঠাকুমার ঝুলি.


তুই তো সেই গৌরবান্বিত ভাষা, যার জন্ম এখনো বিস্ময়,
কেউ বলে তুই ইন্দো ইউরোপিয়ান বুলি,
আবার কেউ বলে তুই নাকি চর্যাপদে ছিলি,
কিন্তু এখন কথোপকথনে তুই নাকি ডুমুরের ফুল, হাল তোর দুর্ভিসয়

অগত্যা লিখেই স্মৃতিচারণা করছি তোর ঐতিহ্যশীল ভান্ডারের ,
শুনেছিলাম ফরাসি ভাষা প্রথম হলে,
 তুই নাকি দ্বিতীয়া?
তোর আক্ষরিক সৌন্দর্য্যের জেরে, এই বিশ্ব ব্রম্ভান্ডের .

যারা ভুলিয়েছে তোকে আমার মাতৃভাষা, তারা কি ভুলিবে এই বিশ্বকেও?
বিশ্ব মাতৃভাষা দিবস তো তোর নামেই , তোর জন্যই আমরা আজও একুশে,
তোর জন্যই আমরা আছি ইতিহাসে, বর্তমানে এবং স্বর্ণ সাহিত্যে


জানি এখন হাল ফ্যাশন, নতুন ট্রেন্ড আর সমালোচনার ভার,
তবুও তোর শিরদাঁড়া আজও অটুট স্তম্ভ,
তবুও আজও তুই বাজাস আলোর বেনু ,
তুই ই অসীম জ্ঞান আর ভান্ডারের দ্বার .

বাংলা তুই আজও আমার মনের মনিকোঠায়, আজও তুই ই আমার নিত্য বুলি,
তোর জন্যই গাঙ্গুরের তীরের মৃত্যু ডাক, বাঁশ বাগান, জোনাকির আলো,
তোর ই গদ্যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ..