Sunday, 14 August 2016

গড মাদার

সেই তো কবে ভ্যাটিকানের ডাক ছেড়ে, জনসেবায় মত্ত হতে,
স্কোপিয়ের লক্ষণরেখা পেরিয়ে এসেছিলে তুমি এই মহানগরীতে.
আজও তুমি স্মৃতির তটে হাটছো দূর হতে বহুদূরে ঈশ্বরের দেশে,
আঠারোয় করলে গৃহত্যাগ, মহিয়সী রূপ ছেড়ে ভিখারিনীর বেশে.
নিরন্ন দরিদ্র সেই সকল মানুষের হাহাকার কি শুধু তুমিই শুনেছিলে?
সেই  সুদুর  থেকে, অনাহারে শিশুর অকালমৃত্যু কি শুধু তুমিই দেখেছিলে ?
আর আমরা, যারা প্রতিদিনই এই মহানগরীর জনস্রোতে,
অর্থলালসা আর মধ্যাহ্নের মহাভোজে, দিচ্ছি ঘুম দিনের শেষে,
অন্নহীনের ওই আর্তনাদ তো আর আমাদের কানে পৌঁছয় না মাদার,
আমাদের এই স্বার্থপরতা, আর তুমি কিনা নিয়েছো ক্ষুধার্তরে অন্য জোগাবার ভার.
ধিক্কার ধিক্কার আমাদের, যারা হলিডে তে  রেস্তোরাঁতে খাবার করি waste,
আর তুমি কিনা রোগীর পুঁজ রক্ত মুছিয়ে দিতে ঠিক করেছো নেবে না কোনো রেস্ট.
ঈশ্বরের সাথে কি হে যোগ তোমার , নাকি তুমিই ঐশ্বরিক?
অন্নহীনের অন্নপূর্ণা তুমি, সেবায় তাদের ছুটে যাও দশ দিক.
তোমার সেই আমৃত্যু, নিরলস অপার সেই সেবাশ্রম,
আজও গভীর অনুশোচনায় দগ্ধ করে আমাদের মন.
আজও আমরা শুধুই তো নাগরিক, নামে আছি এই কোলকাতাতে,
আর তুমি কিনা বিদেশিনী, আর্তের সেবায় এই শহরের রাস্তাঘাটে,
প্রতিনিয়ত জনের সেবা দিয়ে বুঝিয়েছো জীবনের সারসত্য,
মাদার তুমি মাদার টেরেসা, তোমার বায়োগ্রাফি তোমার অলৌকিকত্ব .


Tuesday, 2 August 2016

বি মেকানিকাল, মন



আজ বৃষ্টি ভেজা অলস দুপুর, নস্টালজিক মন
অতীত স্মৃতি র উলট পুরান,
আনচার্জড  মোবাইল আর একলা ঘরের কোন.
আজ চোখের কোণে হালকা জল আর শিশির ভেজা ঘাসে,
নিঃশব্দতার জাল কেটে, সেই অতীত ফিরে আসে
স্মৃতি গুলি আজ করছে খেলা সাপ সিঁড়ির মতো,
বাস্তবায়ন তার, মরুভূমিতে জলই  পাওয়ার মতো
হায়রে পাগল,বাউল মন আমার উড়িস কেন এতো?
ডানা কাটার যন্ত্রনা সহ্যতীত  হয়তো
সেলেস্টিয়াল পিস চাই খালি, শুধুই তোর বায়না
ওরে মন আয়রে ফিরে, দেখ ওই রিয়ালিটি র আয়না
থাক না তুই একটু খুশি গরম চায়ের কাপে চুমুক দিয়ে
তুই বললে থাকবো হ্যাপি উইন্ডো শপিং নিয়ে
কি চাই বল চাইনীজ না ইতালিয়ান ডিশ
তুই বললে রাঁধতে পারি ওয়েল কুকড হিলশা  ফিশ
কেন এতো উদাস তুই আজ , পিন ড্রপ সাইলেন্স
প্লিজ বি মেকানিক্যাল এন্ড ফরগেট নন সেন্স.