আজ বৃষ্টি ভেজা অলস দুপুর, নস্টালজিক মন
অতীত স্মৃতি র উলট পুরান,
আনচার্জড মোবাইল আর একলা ঘরের কোন.
আজ চোখের কোণে হালকা জল আর শিশির ভেজা ঘাসে,
নিঃশব্দতার জাল কেটে, সেই অতীত ফিরে আসে
স্মৃতি গুলি আজ করছে খেলা সাপ সিঁড়ির মতো,
বাস্তবায়ন তার, মরুভূমিতে জলই পাওয়ার মতো
হায়রে পাগল,বাউল মন আমার উড়িস কেন এতো?
ডানা কাটার যন্ত্রনা সহ্যতীত হয়তো
সেলেস্টিয়াল পিস চাই খালি, শুধুই তোর বায়না
ওরে মন আয়রে ফিরে, দেখ ওই রিয়ালিটি র আয়না
থাক না তুই একটু খুশি গরম চায়ের কাপে চুমুক দিয়ে
তুই বললে থাকবো হ্যাপি উইন্ডো শপিং নিয়ে
কি চাই বল চাইনীজ না ইতালিয়ান ডিশ
তুই বললে রাঁধতে পারি ওয়েল কুকড হিলশা ফিশ
কেন এতো উদাস তুই আজ , পিন ড্রপ সাইলেন্স
প্লিজ বি মেকানিক্যাল এন্ড ফরগেট নন সেন্স.
No comments:
Post a Comment