আজ স্বপ্নভরা
রঙিন আকাশ আমার ক্যানভাস এ,
তুলির টানে রং
গুলি সব মনের আশেপাশে,
রঙিন করে ভাবনাগুলি,
হাসছে অবকাশে.
আজ পোশাকে তে
সাচ্ছন্দ আর accessories র জোওয়ার,
ফ্যাশন এ তে নয়া
ট্রেন্ড আর ক্রিটিক্স কে ডোন্ট কেয়ার,
আজ
loyal থেকে রয়াল হওয়া সত্যি ই খুব রেয়ার.
আজ প্রতিবাদীর
প্রতিবাদ ও রক্তজলে ভাসে,
আর অপরাধীর উদ্দামতা,
অট্টহাস্য হাসে
ধুকছে বিচার,
ধুকছে শাসন, হতাশ অনায়াসে.
আজ বার্তা কিমবা
বাজার দোকান অনলাইন এ সেরে
Hacking ই এখন
ডাকাতদের নতুন হারেরেরে,
whatsApp আর
facebook ই,হায় ঘুম নিয়েছে কেড়ে.
আজ বক্তৃতা তো
'এই করব, সেই করব' র রেল্লা,
ক্লান্ত গণতন্ত্র
এখন তিতুমীরের বাঁশের কেল্লা,
বৃত্তিমূলক শিক্ষা
শিখে এখন মিলছে রসগোল্লা.
তবুও তো আজ মনটা
স্বাধীন, উচ্ছাস বাধভাঙ্গা,
নিঃশ্বাস ও আজ
নয় পরাধীন,ইচ্ছেগুলো রাঙ্গা,
বিপ্লবী দের বীর
গাঁথা আজ সকলের ই জানা.
তবুও কেন ব্যস্ত
মন, আজ ও স্বাধীনতা খোঁজে,
ধর্মঘটের মেলা
এ এখন খালি নাভিশ্বাস ওঠে,
দুর্নীতি কে হত্যা করা কি possible একজোটে ?
এখন সময় ক্যানভাস
র ওই রং গুলি change করার,
দুর্নীতি কে হুঙ্কার
দিয়ে সময় এখন লড়ার,
অবকাশের ভাবনা
গুলো চির সত্যি করার.
No comments:
Post a Comment