Tuesday, 21 February 2017

মাতৃভাষা

তোমার ভাষা আমার ভাষা
কঠিন ব্যাকরণ এ ঠাসা
এই ভাষা তেই কোলাহলে এই ভাষা তেই রবি গাহে
এই ভাষা তেই কুমোর পাড়ার গরুর গাড়ি দারুন চলে
এই ভাষা তেই নকশি কাঁথা ফ্যাশনেবল হয়ে ওঠে
এই ভাষা তেই মধ্যেরাতে রানার পথে দ্রুত ছোটে
এই ভাষা তেই অধিকারের চেঁচামিচি হাওয়াই ভাসে
এই ভাষা তেই মিটিং মিছিল হোক কলরব, প্রবল রোষে
এই ভাষা তেই মিষ্টি দই আরো বেশি মিষ্টি লাগে
এই ভাষা তেই নিশির ডাকে নতুন ভয় মনে জাগে
এই ভাষা তেই আড্ডা মারা চায়ের গ্লাস আর কফি হাউস,
এই ভাষা তেই নীলকমল, বোরিং লাগে মিকি মাউস
এই ভাষা তেই  কিশলয়ে অ এ অজগর আসে তেড়ে
এই ভাষা তেই রঘু ডাকাত চেঁচায় বলে, হারেরেরে
এই ভাষা তেই  আকাশ পাতাল কল্পনার নেইকো ত্রূটি ,
এই ভাষা তেই  পূর্ণিমার চাঁদ ও তাই যেন ঝলসানো  রুটি,
এই ভাষা তেই  মৃত্যু ও প্রেম , পেঁচার ডাক আর গাঙ্গুর নদে ,
বাংলা আমার মাতৃভাষা জগৎ সভায় শ্রেষ্ঠ রবে

1 comment: