Sunday, 10 June 2018

Rare প্রেম

প্রেম তুই কেমন যেন, নিছক রূপকথার গল্প
সবটাই তো মনের খেলা, মাথায় ঢোকে স্বল্প.
তুই কি সেই হঠাৎভালো লাগা,
শিশির ভেজা ঘাসের ছোয়া.
নাকি তুই সেই প্রথম পাওয়া টুকরো হাসি,
নাকি সেই অলীক সুখ, অথবা বিরহ আর অশ্রুরাশি.
তুই কি সেই গ্রীষ্মের পর আসা বৃষ্টিভেজা সন্ধ্যেতে কফির কাপের প্রথম চুমুক,
নাকি তুই টেকনিক্যালিটি তে ঠাসা, মেকানিকাল অথবা সোশ্যাল app লাইক ফেইসবুক.
তোর অস্তিত্ব কি শুধুই বইয়ে?
সিন্ড্যারেল্যার কাঁচের জুতোয় চড়ে.
নাকি তুই সুগার ফ্রি মিষ্টি স্বপ্ন, নিদ্রা ভঙ্গে হাওয়া,
রিয়ালিটি তে ডুমুরের ফুল, নাকি ক্যাল্কুলেটেড চাওয়া?
তোকে পাওয়ার হিসাব খাতায়, ইকুয়েশন ও ফেল.
তুই কি মিথ, ওয়ান্ডার রাইড নয়তো ফেয়ারি টেল.

Monday, 16 April 2018

শুভ নববর্ষ

পয়লা মানে শুভআরম্ভ, আজ ঝগড়া করতে মানা,
পয়লা মানে ভুরিভোজ আর রেস্তোরাঁ তে হানা .
পয়লা মানে নতুন হালখাতা তে হিসেবে নিকেশ চালু,
পয়লা মানে আর্সলান এর বিরিয়ানির আলু .
পয়লা মানে নতুন করে বং বিউটি সেজে,
সেলফি তোলা প্রিন্সেপ ঘাটের নৌকায় ভেসে ভেসে .
পয়লা মানে রবীন্দ্রনাথ কে হটাৎ স্মরণ করা,
পয়লা মানে হোয়াটস্যাপ আর ফেসবুকের স্টেটাস পড়া .
পয়লা মানে ডায়েট আজ হোক না কাঁচকলা,
পয়লা মানে কব্জি ডুবিয়ে মটন কষা খাওয়া.
পয়লা মানে লাঞ্চ এ আজ হরেক রকম মাছ ,
পয়লা মানে আজ লাল পেরে সাদা শাড়ির সাজ.
পয়লা মানে কালবৈশাখী, ভিজে মাটির গন্ধ ,
পয়লা মানে চৈত্র সেল  আর শপিং ভালো মন্দ.
পয়লা মানে নতুন ক্লাস আর নতুন বইয়ের গন্ধ ,
পয়লা মানে চরক গাজন, আনন্দ দুর্দান্ত.
পয়লা মানে নব আগ্রহ আর উদ্দীপনার সঙ্গে,
আনন্দ আর উল্লাসে, বছর টা কাটুক ভালো মন্দে .