প্রেম তুই কেমন যেন, নিছক রূপকথার গল্প
সবটাই তো মনের খেলা, মাথায় ঢোকে স্বল্প.
তুই কি সেই হঠাৎভালো লাগা,
শিশির ভেজা ঘাসের ছোয়া.
নাকি তুই সেই প্রথম পাওয়া টুকরো হাসি,
নাকি সেই অলীক সুখ, অথবা বিরহ আর অশ্রুরাশি.
তুই কি সেই গ্রীষ্মের পর আসা বৃষ্টিভেজা সন্ধ্যেতে কফির কাপের প্রথম চুমুক,
নাকি তুই টেকনিক্যালিটি তে ঠাসা, মেকানিকাল অথবা সোশ্যাল app লাইক ফেইসবুক.
তোর অস্তিত্ব কি শুধুই বইয়ে?
সিন্ড্যারেল্যার কাঁচের জুতোয় চড়ে.
নাকি তুই সুগার ফ্রি মিষ্টি স্বপ্ন, নিদ্রা ভঙ্গে হাওয়া,
রিয়ালিটি তে ডুমুরের ফুল, নাকি ক্যাল্কুলেটেড চাওয়া?
তোকে পাওয়ার হিসাব খাতায়, ইকুয়েশন ও ফেল.
তুই কি মিথ, ওয়ান্ডার রাইড নয়তো ফেয়ারি টেল.
সবটাই তো মনের খেলা, মাথায় ঢোকে স্বল্প.
তুই কি সেই হঠাৎভালো লাগা,
শিশির ভেজা ঘাসের ছোয়া.
নাকি তুই সেই প্রথম পাওয়া টুকরো হাসি,
নাকি সেই অলীক সুখ, অথবা বিরহ আর অশ্রুরাশি.
তুই কি সেই গ্রীষ্মের পর আসা বৃষ্টিভেজা সন্ধ্যেতে কফির কাপের প্রথম চুমুক,
নাকি তুই টেকনিক্যালিটি তে ঠাসা, মেকানিকাল অথবা সোশ্যাল app লাইক ফেইসবুক.
তোর অস্তিত্ব কি শুধুই বইয়ে?
সিন্ড্যারেল্যার কাঁচের জুতোয় চড়ে.
নাকি তুই সুগার ফ্রি মিষ্টি স্বপ্ন, নিদ্রা ভঙ্গে হাওয়া,
রিয়ালিটি তে ডুমুরের ফুল, নাকি ক্যাল্কুলেটেড চাওয়া?
তোকে পাওয়ার হিসাব খাতায়, ইকুয়েশন ও ফেল.
তুই কি মিথ, ওয়ান্ডার রাইড নয়তো ফেয়ারি টেল.
Nicely expressed ����
ReplyDeleteDarun..prem er notun definition....
ReplyDeletekhub sunsoe hoeche lekha ta.
ReplyDelete