মা, আমি আবার আসিবো ফিরে,
আমাদের জহরালয়ে, আমাদের এই সুখ নীড়ে
মনের সব দুঃখের শিকল ছিঁড়ে,
আবার ফিরতে হবে কাজের ভিড়ে
মনখারাপের বইটা তাই রইলো তাকে,
তোমার চোখের জল মোছা আঁচলের ফাঁকে.
চললাম মা, আবার কথা হবে হোয়াটস্যাপ এ
নাড়ির টান টা দেখবো না হয় স্মার্ট ওয়াচ এ.
আবার বিমান চড়ে দেব বিদেশ বিভুঁই এ পাড়ি,
রাগিস না মা, আবার আসবো, করিস না তুই আড়ি.
সেই যবে তোর হাত ধরে হাটতে শিখলাম,
তোর কোলেই শুরু মা, আমার লাইফ এর ম্যারাথন.
তোর হাতের ভাত ডাল তো মা, স্বর্গের অমৃত,
এখন থেকে আবার জাঙ্ক ফুড আর ডায়েট অবিরত.
তোর আঁচলের গন্ধ মাগো, পারফিউম ও ফেল,
ধূপের কাঁঠি, পুজোর গন্ধ, ইলিশ মাছের তেল .
করবো মিস বড্ডো মা রে, কান্না আমার পায়,
খেয়াল রাখিস এলাম তবে, বেলা বয়ে যায় ..