Saturday, 15 August 2015

স্বাধীন ক্যানভাস

আজ স্বপ্নভরা রঙিন আকাশ আমার ক্যানভাস এ,
তুলির টানে রং গুলি সব মনের আশেপাশে,
রঙিন করে ভাবনাগুলি, হাসছে অবকাশে.

আজ পোশাকে তে সাচ্ছন্দ আর accessories র জোওয়ার,
ফ্যাশন এ তে নয়া ট্রেন্ড আর ক্রিটিক্স কে ডোন্ট কেয়ার,
আজ loyal থেকে রয়াল হওয়া সত্যি ই খুব রেয়ার.

আজ প্রতিবাদীর প্রতিবাদ ও রক্তজলে ভাসে,
আর অপরাধীর উদ্দামতা, অট্টহাস্য হাসে
ধুকছে বিচার, ধুকছে শাসন, হতাশ অনায়াসে.

আজ বার্তা কিমবা বাজার দোকান অনলাইন এ সেরে
Hacking ই এখন ডাকাতদের নতুন হারেরেরে,
whatsApp আর facebook ই,হায় ঘুম নিয়েছে কেড়ে.

আজ বক্তৃতা তো 'এই করব, সেই করব' র রেল্লা,
ক্লান্ত গণতন্ত্র এখন  তিতুমীরের বাঁশের কেল্লা,
বৃত্তিমূলক শিক্ষা শিখে এখন মিলছে রসগোল্লা.

তবুও তো আজ মনটা স্বাধীন, উচ্ছাস বাধভাঙ্গা,
নিঃশ্বাস ও আজ নয় পরাধীন,ইচ্ছেগুলো রাঙ্গা,
বিপ্লবী দের বীর গাঁথা আজ সকলের ই জানা.

তবুও কেন ব্যস্ত মন, আজ ও স্বাধীনতা খোঁজে,
ধর্মঘটের মেলা এ এখন খালি নাভিশ্বাস ওঠে,
দুর্নীতি কে  হত্যা করা কি possible একজোটে ?

এখন সময় ক্যানভাস র ওই রং গুলি change করার,
দুর্নীতি কে হুঙ্কার দিয়ে সময় এখন লড়ার,
অবকাশের ভাবনা গুলো চির সত্যি করার.



Thursday, 9 July 2015

সেদিন একলা মনে..

সেদিন হঠাত অচেনা রাস্তাটা লেগেছিল চেনা,
অন্যমনে হাত বাড়িয়েছিলাম আকাশের দিকে,
অপরান্হের সেই মুক্তোর মতো  জলকণা
এসে পড়ল চোখে, অশ্রুধারা কিছুটা হলো ফিকে.
আজ সেই ছেড়া চিঠিগুলো সাজানো রয়েছে,
মোবাইল ইনবক্স ,শুধু outbox  টাই খালি,
ভিজে বালিশের কান্নাও আজ শুকিয়ে গেছে,
অবশেষে বুঝলাম , চেনা  শব্দছক টাই ছিল জালি.
এখন শুধু স্মৃতিগুলির আনাগোনা মনের শো কেস ,
কিছু আছে সাজানো , আর কিছু স্মৃতি টুকরো, চোখের বালি,
ধূলিস্যাত হয়েছে অকস্মাত , পাইনি আর তারে খুঁজে .
তাই হয়তো  টেবিল ধুলো ধুসরিত পুস্তকাদি ঘেটে,
মনটা চাই ব্যস্ত থাকতে ওই সাজানো ম্যাগাজিনে ,
অথবা ব্যস্ততা খোজে উপন্যাসের পাতায় পেজ মার্কার  সেঁটে.
মন তো সেই বৃহত চিল পাখিটি মতো,
যে উড়ে বেড়ায় কোনো বহুতলের উপরে,
অথবা মরুভূমির মরিচিকা দিকে কোনো আলেয়া সন্ধানে ,
দূর হতে বহুদূর যাযাবরের মতো .
নাহ আবার ফিরলাম কল্পনার জগতের রেশ কাটিয়ে বাস্তবের খাঁচায়,
আসলে মন তো সেই স্মৃতি apps ভরা স্মার্টফোন
যা আজ এই কঠিন বাস্তবের নেটওয়ার্ক আমাদের বাঁচায়...

Sunday, 8 March 2015

হারিয়ে যাওয়া ইচ্ছে গুলি

আমি ছুটে চলে যেতে চাই ওই রেলগারিটি ধরে,
আমি ঝাপ  দিতে চাই অতল সমুদ্রের গভীরে
আমি চাই না শুনতে মিথ্যা সকল প্রতিশ্রুতির গান,
আমি কাঁদছি  শুধু কাঁদছি মনে জমছে অভিমান
আমি নিঃস  আমি একলা আজ সহস্রের ভিড়ে,
আমি উড়তে চাই খোলা হাওয়াই তাও ফিরতে চাই আজ নীড়ে
যদি বেশ হতাম আমি গ্রিক রূপকথার সেই ফিনিক্স পাখি,
নিজের ভষ্ম থেকেই হতাম reborn নিজেই নিজেকে আঁকি
কিমবা যদি হতাম আমি  সেই 'চাঁদের পাহাড়' এর শংকর,
আফ্রিকার জঙ্গল দাপিয়ে বেড়াতাম নিয়ে সিংহের মত হুঙ্কার
ব্ল্যাক মাম্বা  বেশ পেত ভয় দেখে আমার রাগত দৃষ্টি,
ক্যানভাস এ তে ধরতাম যদি লীয়নিদ্স এর উল্কা বৃষ্টি
যদি হতাম 'লাস্ট লিফ' এর সেই শিল্পী বেহ্র্মান,
নিজের রং তুলি তেই সে তো বাঁচিয়ে ছিল এক প্রাণ
কল্পনা র সেই জাল কেটেছে আজ বাস্তবের এই কাঁচি,
বেপরওয়া না হযে তাই আমরা আজ সেই সেফ zone এ বাঁচি
হয়তো তাই ভিনচি র মোনালিসার analysis ছেড়ে,
সেল্ফিই নিয়ে মত্ত আমরা যখন দেখি like যায় বেড়ে
সমাধানের খোঁজে নিজের মগজ ধোলাই ছেড়ে,
গুগল ঘেটে নিজেই নিজের কাজ নিয়েছি কেড়ে
চেতনার ওই ফুল গুলোকে যদি একই মালায় গাথতাম,
রানার হয়ে তখন আমি আলোর বেগে ছুটতাম 

Friday, 6 March 2015

And we are into a brand new year!

And we are into a brand new year!
once again we are trying to make some resolutions,
and we have some duties and fear,
we left all the promises of previous year far behind,
some of them are fulfilled but the purpose of those we really forgot,
which we must have to find...
I think, I am making all of you confused!
well,everyone feels confused in their own way,
but when the confusion is gone,we are feeling gay.
But sometimes the confusions are good,
as it helps us to create a new livelihood.
'Beauty' is the most confusing word in the English literature,
in the absence of it,it is difficult to define a creature.
Now,try to turn over the pages of previous year...
You can find there a man who was a great seer.
A seer who saw beauty in machines...
One who was an apostle of boredom,
An innovator who created his own kingdom,
Yes! I am talking about Sir Steven Paul Jobs,
whose creativity is never bound by a rope.
I am going to tell you a true American story,
one who empirically wrote his own destiny.
Jobs brought the unlovely computer into daily human life...
by combining utility and  beauty with a great technical guide.
The letter 'A' has the highest grade,I will ever get.
But Jobs creates a new apple which has a great technical test.
There were personal computers even before his debut,
when Apple-II came it's won the battle first....
Then in 1984 he came with his great invention 'Macintosh',
After seeing it's GUI features the world got paused.
Then he came with ipod , iphone and ipad.....
After seeing it's beauty the young stars gonna mad.
Job's products appeared in an era of competitions,
he converted the way human consumes entertainment and emotions.....
He said,"Boredom allows us to indulge in curiosity"...
So please friends,try to come out from your fantasy.
and try to do whatever you want to do,
without a fear in your mind..............
Then you can able to find the path of success,
as all can find.........
But wait! I am not trying to give you advice,
Because I am also lazy yet I am not so bright....
But try to find your own way,
So that you can make your future bright,
because after all Apple wins the race,
in the apple and others fruit's fight...........:-)

ক্ষুধার্ত



ফুটপাথ  এ বসে থাকা ওই ক্ষুধার্ত শিশু,
একমনে বসে খড়ি দিয়ে আকছে রাস্তায় কিছু
হায়রে কপাল তোর্ শীতের এই হিমেল হাওয়াই গায়ে নেই এক ফালি কাপড়
ক্ষুধার জালায় কি তবে আঁকছিস ওই পাথুরে রাস্তার উপর
তোর্ মা কোথায় ?..কোথায় সেই অসহায় ভিখারিনী
হইতো অন্নের জন্য হন্য হয়ে ঘুরছেন রাস্তার চারিদিকে
কিরে কি আঁকছিস ওই পাথুরে রাস্তায় ,..ও রাস্তা আমি চিনি
ওই রাস্তা বড় নির্মন কঠিন তোর্ খড়ির আকা ও নেবে?
 কোথায় তোর্ মা ভেবেছিল হইতো তুই আকবি  chalk দিয়ে স্লেট এ
কিন্তু সেই ভাবনার সরলতা তো  র বোঝেনি রে
বোঝেনি সোশ্যাল ডাস্টার ,  তাই দিয়েছে এক নিমেষে মুছে...
কি দেকছিস তাকিয়ে ওই স্কুল পড়ুয়া গুলো কে
নাকি দেকছিস ওদের পিঠের ব্যাগ র হাতের ওয়াটার  বোতল টা কে
জানি তুই পিপাসার্ত তাই তোর্ চোখ একটু জল খুজছে..
কি নিস্পাপ তোর্ এই দৃষ্টি , যে বোঝে না এই কঠিন বাস্তব র poverty  র জাল
যে বোঝেনা ডাস্টবিন এ পরে আছে খাবার তবু তার হাতে নেই একটাও ফল
সে শুধু জানায় এক টুকরো অভিমান তার ভিখারিনী মায়ের  কাছে
আর  হইতো জানায় কোনো অদৃষ্ট কে কেন সে আজ ও আছে রাস্তায় পড়ে,
শেষ পর্যন্ত কি ভারাক্রান্ত মনে ঘুমিয়ে পরলি এই পাথুরে রাস্তায়..
থাক আর ডাকব না ঘুমিয়ে থাক তোর্ এই বিশস্ত আস্তানায়
কারণ তুই যদি প্রশ্নবান আকিস ওই পাথুরে রাস্তায়
ও তো সেটা কে optional question বলে উড়িয়ে দেবে সস্তায়
উড়িয়ে দেবে ধুলোর মত আবর্জনার স্তুপে,
তার চাইতে তুই ঘুমিয়ে থাক নিশ্চিন্ত মনে
নিজের নিশ্চুপ অসহায় জগতে অদৃষ্টের স্বপ্নজাল বুনে...