Saturday 15 August 2015

স্বাধীন ক্যানভাস

আজ স্বপ্নভরা রঙিন আকাশ আমার ক্যানভাস এ,
তুলির টানে রং গুলি সব মনের আশেপাশে,
রঙিন করে ভাবনাগুলি, হাসছে অবকাশে.

আজ পোশাকে তে সাচ্ছন্দ আর accessories র জোওয়ার,
ফ্যাশন এ তে নয়া ট্রেন্ড আর ক্রিটিক্স কে ডোন্ট কেয়ার,
আজ loyal থেকে রয়াল হওয়া সত্যি ই খুব রেয়ার.

আজ প্রতিবাদীর প্রতিবাদ ও রক্তজলে ভাসে,
আর অপরাধীর উদ্দামতা, অট্টহাস্য হাসে
ধুকছে বিচার, ধুকছে শাসন, হতাশ অনায়াসে.

আজ বার্তা কিমবা বাজার দোকান অনলাইন এ সেরে
Hacking ই এখন ডাকাতদের নতুন হারেরেরে,
whatsApp আর facebook ই,হায় ঘুম নিয়েছে কেড়ে.

আজ বক্তৃতা তো 'এই করব, সেই করব' র রেল্লা,
ক্লান্ত গণতন্ত্র এখন  তিতুমীরের বাঁশের কেল্লা,
বৃত্তিমূলক শিক্ষা শিখে এখন মিলছে রসগোল্লা.

তবুও তো আজ মনটা স্বাধীন, উচ্ছাস বাধভাঙ্গা,
নিঃশ্বাস ও আজ নয় পরাধীন,ইচ্ছেগুলো রাঙ্গা,
বিপ্লবী দের বীর গাঁথা আজ সকলের ই জানা.

তবুও কেন ব্যস্ত মন, আজ ও স্বাধীনতা খোঁজে,
ধর্মঘটের মেলা এ এখন খালি নাভিশ্বাস ওঠে,
দুর্নীতি কে  হত্যা করা কি possible একজোটে ?

এখন সময় ক্যানভাস র ওই রং গুলি change করার,
দুর্নীতি কে হুঙ্কার দিয়ে সময় এখন লড়ার,
অবকাশের ভাবনা গুলো চির সত্যি করার.