Sunday 14 February 2021

আর হয়তো এটাই শেষের কবিতা....


অনেকদিন হলো, লেখা ঝোকা প্রায় বন্ধ, মিস করি কবিতার ক্লাস,

রুটিন মাফিক চলছে ব্যস্ত কর্ম জীবন, ভুলেছি পদ্য লেখা, আর শব্দের ধারাপাত |


তবুও ভেতরের বাউন্ডুলে কবিটা হাইবেরনেশান থেকে বেরোনোর চেষ্টা এ করছে ছটফট,

অগত্যা ডান হাতটা ধরলো কলম, এক কাপ চায়ের সাথে শুরু হলো আঁকা পুরোনো শব্দছক |


আমার লেখাটা হয়তো অনেকেই বোঝে না, তবুও লিখি যা ভাসে মনের কোনে,

কখনো কলমে শীতের সকাল, পরকীয়া প্রেম, কখনো লিখি আলাপ চারিতা টেলিফোনে |


কখনো কলম ভীষণ সাহসী, বিষয় তখন ফেমিনিজম, হয়ে ওঠে সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী,

কখন আবার অলসতা, শব্দগুচ্ছ তখন ঘুমের বাগানে, আর ছন্দ তখন গোলকধাঁধার ফন্দি |


আবার কখনো কলমে চোখের জল, ভিজে যায় মনের সাদা পাতা,তবুও আঁকিবুকি কাটা ,

বিরহের ছবি এঁকে বোঝাতে চায়, এটাই আধুনিক আর হয়তো এটাই শেষের কবিতা ||