Wednesday 9 January 2019

কলির কবি

সে তো কবি, বাউন্ডুলে,
উল্কি আঁকা হাতে লেখে
চশমা চোখে অঙ্ক কষে,
কোডিং ডিকোডিং এ মজে.

সে তো কবি, বাউন্ডুলে,
উইন্ড স্ক্রিনএই ছবি আঁকে
ব্যালান্স শিট আর স্মার্ট ফোনে
দিনের শেষ হয় গুগল ঘেটে.

সে তো কবি, বাউন্ডুলে,
সোশ্যাল মিডিয়া থেকে বহু দূরে,
কফি র কাপে, বইয়ের ভিড়ে,
মন খারাপের হিসেব লেখে.

সে তো কবি, বাউন্ডুলে,
দুশ্চিন্তাগুলো পাকাচুলে
সময় কাটে শেক্সপিয়র এ,
ও. হেনরির শেষ পাতাতে.

সে তো কবি, বাউন্ডুলে,
ইচ্ছাগুলি নাভিশ্বাসে,
ছুটছে দ্রুত আলোর বেগে,
অপূর্ণতায় যায় বেজায় রেগে.

সে তো কবি, বাউন্ডুলে,
হৃদয় ও তার জলদি ভোলে,
এসচারের রিলেটিভিটির সিঁড়ি চড়ে,
ভার্চুয়ালিটি ছিড়ে দুমড়ে পড়ে.

সে তো কবি, বাউন্ডুলে,
পেন্ডুলামের ছন্দে দোলে,
ইমোশনের একুয়েশন ভুলে,
তাই আবার কবিতাতে গল্প বলে..