Monday 16 April 2018

শুভ নববর্ষ

পয়লা মানে শুভআরম্ভ, আজ ঝগড়া করতে মানা,
পয়লা মানে ভুরিভোজ আর রেস্তোরাঁ তে হানা .
পয়লা মানে নতুন হালখাতা তে হিসেবে নিকেশ চালু,
পয়লা মানে আর্সলান এর বিরিয়ানির আলু .
পয়লা মানে নতুন করে বং বিউটি সেজে,
সেলফি তোলা প্রিন্সেপ ঘাটের নৌকায় ভেসে ভেসে .
পয়লা মানে রবীন্দ্রনাথ কে হটাৎ স্মরণ করা,
পয়লা মানে হোয়াটস্যাপ আর ফেসবুকের স্টেটাস পড়া .
পয়লা মানে ডায়েট আজ হোক না কাঁচকলা,
পয়লা মানে কব্জি ডুবিয়ে মটন কষা খাওয়া.
পয়লা মানে লাঞ্চ এ আজ হরেক রকম মাছ ,
পয়লা মানে আজ লাল পেরে সাদা শাড়ির সাজ.
পয়লা মানে কালবৈশাখী, ভিজে মাটির গন্ধ ,
পয়লা মানে চৈত্র সেল  আর শপিং ভালো মন্দ.
পয়লা মানে নতুন ক্লাস আর নতুন বইয়ের গন্ধ ,
পয়লা মানে চরক গাজন, আনন্দ দুর্দান্ত.
পয়লা মানে নব আগ্রহ আর উদ্দীপনার সঙ্গে,
আনন্দ আর উল্লাসে, বছর টা কাটুক ভালো মন্দে .