Sunday 19 April 2020

আমি এবং আমার কোয়ারান্টাইন


আজ শুন্য পথ, নেই রক্তবন্যা, ধর্ম্য নিয়ে কাটাকুটি খেলা,
আজ কোথায় সেই হিসেবে নিকেশ, আমার তোমার অথোরিটি র রেল্লা?

শহর নয়তো সে যে হয়েছে সুপ্ত শ্মশান, নিশ্চুপ দুপুরবেলা..
নাকি সুপ্ত কবর, হয়তো শুরু কর্মের মরণখেলা...

তবুও হিমেল বাতাস, দূষণমুক্ত শস্য শ্যামলা চর,
নীল আকাশে মেঘের ভেলা, আর আমাদের এই তাসের ঘর,

ঘর গুলি তে গৃহবন্দী মোরা, কোয়ারান্টাইন  এর ভয়ে ঠাসা,
আর প্রকৃতি হয়েছে কৃতজ্ঞ আজ, হারিয়েছে তার ভাষা

সেই কৃতজ্ঞতা জ্ঞাপন কিনা এক বিদেশ বিভুঁইএর অদৃশ্য জীবাণুকে,
এদিকে ধুঁকছে মোদের বন্দিদশা, ডিপ্রেশনের বাঁকে

সে কিন্তু বেজায় খুশি, নেই গ্লোবাল ওয়ার্মিং এর বায়না..
এদিকে লক ডাউন এর ঘোষণার জেরে আর অফিস যাওয়া যায়না|

দূষণমুক্ত, দাঙ্গামুক্ত, যুদ্ধ মুক্ত আজ...
হিংসা কোথায়, আজ প্রকৃতি র অহিংসা র এই সাজ....

শান্ত শ্যামল, হোকনা বাতাস একটু জীবানুময়...
তবু নিঃশাসে নেই দম্ভের বিষ, নেইকো অভিনয়

মুখোশ পরা মানুষ গুলোর নোংরা পলিটিক্স,
পাল্টাচ্ছে আবার সব ক্যালকুলেশন এবং স্ট্যাটিসটিক্স...

আর লক ডাউন তো আর শেষ নয় সেতো আবার নতুন এক সূচনা..
আর জ্ঞান এর কি আর বন্দিদশা, সেতো অন্য এক খোলা জানালা |

তাই থাকনা বন্দি, থাকনা একটু কোয়ারান্টাইন  এ মন...
সেতো নিজের সাথে নিজের নতুন আলাপ, নয়তো আর একলা ঘরের কোন ||

আমি নারী....



আমি নারী, আমি নারী নই রূপে, লাবণ্যে, মাধুরীতে,
নই আমি প্রেমিকা অথবা সত্যবতী স্ত্রী, নেই সৌন্দর্য আমার চাহুনিতে |

তবুও আমি নারী,আমি একাই জুতো সেলাই থেকে চন্ডীপাঠ ও পারি,
নই আমি কঙ্কন পরা, সোনার শিকড়ে মোরা, অকেশনালি পড়ি শাড়ী |

তবুও আমি নারী, ফাঁটা জিন্স আর রক্তবন্যা নিয়েও মন্দিরে যেতে পারি,
আর পারি সমালোচনার জাল ছিড়তে...রোষানলে পুড়েও বেরিয়ে আসতে পারি |

আমার রঙটা কালো, নয়তো ফর্সা সেরকম, তবুও আমি নারী,
আমি প্রত্যাখানের বেদনায় না মুড়ে, হাসতে এবং হাসাতে পারি |

আমার ইতিহাস বহুচর্চিত, পুরাণে রামায়ণ এ এবং মহাভারতে.....
আমি ছিলাম দ্রৌপদী পঞ্চপাণ্ডবের, তবুও সমাজ ব্যস্ত আজ আমার বয়ফ্রেইন্ড দের গুনতে..

আমার বুকের ভিতরেও অকথ্য ভালোবাসা, লিখে ফেলি তাই কখনো গান, কবিতা ও ছড়া,
কফি র কাপেতে দিয়ে চুমুক, উল্কিতেই আঁকি নিজেই নিজের নকশি কাঁথা |

আমার নগ্নতা প্রকাশ প্রায়, কোনার্কের মন্দিরে অথবা খাজুরাহে অঙ্কিত চিত্রে,
তবুও পাড়ার কাকিমা ক্ষুব্ধ আমার অশালীন পোশাকে আর ক্রপ টপে...

আমি আবার কিছুটা হলেও সেবা পরায়ণা, কখনো সিস্টার, কখনো মাদার টেরিজা,
আবার কখনো ইউনিসেফের শিশুদের সাথে করি শৈশবের সুন্দর স্মৃতিচারণা |

আমি কখনো নাস্তিক, কখনো আমার আস্তিকতা  শিবের পুজোয়, স্বামীর সেবায়,
কখনো আমি লাজুক ভারী, আবার কখনো RJ আমি, আমার কণ্ঠস্বর দুনিয়া কাঁপায় |

আমি ব্যথিত হলেও, মেধাবী আমি পথচলায়, তাই হয়তো আমার অস্তিত্ব রহস্যময়,
শিল্পী আমি, সৃষ্টি আমি....নারী বিনা নরের অস্তিত্ব কোথায়?