আকাশে নেমেছে সন্ধ্যা, দূরে কাক পক্ষী যাচ্ছে উড়ে,
নীলা ছুটছে, ধরতে হবে ট্যাক্সি, তার বাড়িটা বহু দূরে |
দিনটা ছিল ভ্যালেনটাইন ডে, তবুও আকাশে কালো মেঘের ফণা,
নীলা ট্যাক্সি পেলো অবশেষে; গাড়ির কাঁচে বৃষ্টির জল, সে হয়েছে আনমনা |
হটাৎই ফোন টা বেজে ওঠে, ফোনের ওপারে সৌভিক...
কাজের শেষে পেয়েছে সময়, জানাতে ভ্যালেনটাইন এর উইশ আন্তরিক |
ধীরে ধীরে বাড়ছে বাতাস, বইছে ঝড়; আর অঝোরে হচ্ছে শিলা বৃষ্টি,
ট্যাক্সির উইন্ড স্ক্রিন ঝাপসা হয়েছে, আর অন্যদিকে চলছে নীলার বার্তালাপ মিষ্টি |
হটাৎ করেই ধেয়ে আসে ট্রাক; বেগতিক হয় ট্যাক্সির স্টিয়ারিং...
ফোনের ওপারে সৌভিক: "নীলা হবে কি কুইন অফ দিস কিং?"
নীলার উত্তরটা শোনার আগেই সৌভিকের ফোন টা যায় কেটে..
ফোনের ওপারে রক্তবন্যা..হৃদস্পন্দন ছুটছে লাস্ট রেট এ |
উদ্বিগ্ন সৌভিক, অগত্যা টেক্সট পাঠায়.. নীলা আর ইউ ফাইন ?
গল্প শেষ সৌভিক, আমি ছিলাম তোমার অভিশপ্ত ভ্যালেনটাইন ||