মনে পরে রিনি তোকে দেওয়া আমার প্রথম সেই চকলেট,
তখন ছিলাম কলেজ পড়ুয়া, কলেজ যেতে দুজনের এ হয়েছিল লেট |
তুই কি রাগ করেছিলিস বল..চকলেট এর উপর গিয়েছিলিস চটে,
ভাগ্যিস চকলেট টা ছিল নির্জীব, নয়তো তোর রাগের কথা কলেজে যেত রটে |
তবু তোর ভালোবাসা টা ছিল ওই চকোলেটের চেয়েও মিষ্টি,
তোর হাসিতে আমার লাইফে আসতো বসন্ত, তোর কান্নায় ঝরতো বৃষ্টি |
তবুও হিংসা হতো চকোলেটের প্রতি তোর ওই অন্ধ ভালোবাসায়,
ভাবতাম হতাম যদি চকলেট ফ্যাক্টরি র চার্লি, ভার্চুয়াল বাস্তবতায় |
কিন্তু হয়তো চকলেট ও হিংসা করতো দেখে আমাদের এটার্নাল বন্ড,
সেই ছোট থেকে ১০ টা বছর, সময়ের সাথে গাঁটছড়া হয়েছে আরো স্ট্রং |
এরপর চকলেট আর তোর আমার ত্রিকোণ প্রেমে,
বাজি মারলাম আমি বিয়েটা সেরে, এলাম তোর আর আমার সিঙ্গেল ফ্রেম এ |
আজ বিয়ের পরে আমাদের প্রথম চকলেট ডে.. রিনি,
তোর জন্য এনেছি তোর প্রিয় ডেয়ারি মিল্ক, হাসিস না..তোকে আমি ভালো করে চিনি ||
No comments:
Post a Comment