Sunday, 23 February 2020

কিস ডে


তোর সাথে সেই প্রথম দেখা শিশির ভেজা ঘাসে,
ময়দানের সেই হই হুল্লোড় আজ ও স্মৃতির কোটায় ভাসে |

দিনটা ছিল  আমার প্রথম ডেট, ছিলাম নারভাস,
তুই তখন ভয় না পাওয়ার দিলি আশ্বাস |

তারপর ঘন্টা খানেক গল্প আর লেবু চায়ের সাথে,
ভুট্টা খাওয়া এবং then ঝালমুড়ি শেষ পাতে |

দূরে তখন ময়দান এ কিছু ছেলেরা খেলছিল ফুটবল,
গাছের ছায়া; স্নিগ্ধ বাতাস, আর ছিল শিউলি ফুলের ঢল |

হটাৎ করে তুই কাছে টেনে করলি আলিঙ্গন,
বলি এভাবেই হাতে হাত রেখে কাটবে সারা জীবন |

অকস্মৎ নামলো বৃষ্টি তখন, ভিজলো আমার মন,
তখন তুই আমার ঠোঁটের কিনারে, চরম তোর প্যাশন |

প্রেমের প্রথম পরশ তখন, তোর চুমুতেই পেয়ে,
সেটিই ছিল, আমার লাইফ এর প্রথম কিস ডে ||

No comments:

Post a Comment