Friday, 7 February 2020

রোজ ডে

তিন্নি ছুটেছে, না সে ম্যারাথনের রানার নয়, হাতে তার এক গুচ্ছ লাল গোলাপ,
না তার নেই সময় কথা বলার; অথবা ফর এনি কাইন্ড অফ সংলাপ |

সে ছুটছে কারণ তাকে বসতে হবে ওই স্কুলের বাইরে,
কারণ আজ রোজ ডে; যদি পায় দেখা কোনো ইয়ং বোন আর ভাইয়ে |

সেই যে কবে স্কুলের শেষ আর বিদ্যার সাথে তার ব্রেক আপ চিরদিনের,
এখনো তবু সে ভালোবাসে অঙ্ক; সুদকষা আর ঋণের |

আর জানে মনখারাপের হিসেব নিকেশ, ফুলের আদান প্রদান,
তাইতো ফুল বিক্রি পার্ট টাইম এর, ফর অন্যের যোগান |

লাল রংটা ছিল ভীষণ প্রিয়, আজ ও তার ভালো লাগে..
মনের গভীরে কর্কটের রক্তে ভেজা বাবার মুখের ছবি  আজ ও ভাসে |

গয়না বলতে সম্বল তার মুক্ত ভরা নিষ্পাপ হাসি..
দিনের শেষ আর একটি গোলাপ; হটাৎ বাজলো ফোনের বাঁশি |

ফোনের ওপার থেকে মা শুধায়, তিন্নি বাড়ি ফিরে আয়;
তিন্নি শুধায় আসছি মাগো, কাজ আমার শেষ প্রায় |

তিন্নি ছোটে, ওই গোলাপ হাতে স্কুলের পাশের গলির দিকে,
আকাশে সন্ধ্যা নেমেছে তখন, গোধূলির আলো চিকচিকে |

থমকে দাঁড়ায় সেই স্ট্যাচুর কাছে, বলে আসতেই হলো আজি,
সবাই বলে আজ রোজ ডে; এনাও আমার শ্রদ্ধার্ঘ্য, সেলাম তোমায় নেতাজি ||
 

No comments:

Post a Comment