মনে পরে, তোর সাথে প্রথম আলাপটা ছিল বেশ,
লিফ্ট এ দেখা, প্রথম কথা.. বুঝলাম নয়তো এটা শেষ |
বরং শুরু এক নতুন গল্পের, সেই প্রথম শুভদৃষ্টি,
তারপর থেকে হটাৎ ই হতাম খুশি, দেখে অঝোর বৃষ্টি |
মাটির সেই সোঁদা গন্ধ আর তোর পারফিউম এর স্মেল,
দুটোর মধ্যে অদ্ভুত মিল আর তার কাছে আরমানি ও ফেল |
সেদিন থেকে লুকোচুরি আর সুপ্ত কিছু আশা,
ভালো থাকার খবর নেওয়া, যদিও ভিন্ন মোদের ভাষা |
ভালোবাসা তো আসলে মনের জিনিস, নয় ভাষ্যলাপ,
সেটা তো শুধু এক্সপ্রেশন এ, জরুরি নয় সংলাপ |
তোর সেই লাজুক মুখে তাকানো আর নিষ্পাপ ওই হাসি,
বুঝিস কিনা জানিনা, তবে তোকে বড্ডো ভালোবাসি |
তোর ওই ঐশরিক ভক্তিতে আমার নাস্তিকতাও হার মানলো,
প্রপোজ করছি, হবি কি আমার, আজ দুনিয়া ও জানলো ||
No comments:
Post a Comment