Thursday 27 February 2020

গরিবের প্রপোজাল


সন্ধ্যা নেমেছে বাঁশবাগানে, চাঁদের মিষ্টি আলো,
চাষীরা সব ফিরছে ঘরে, এবার বাড়ি চলো |

চুপ কর তুই; বসনা একটু, দেখনা ওই জ্যোৎস্না,
আজ তাইতো বাঁধলাম তরী এ ঘাটে, তোর আঁচলটা মেল্না ...

কতদিন তোর কোলে শুয়ে শুনিনি তোর ঘুম পাড়ানী গান,
কতদিন খাইনি তোর হাতের রুটি, আর সেই অবাক জলপান |

চল না  আমার সাথে পালিয়ে, জনবহুল এই কোলাহল ছেড়ে,
গড়বো ছোট্ট কুটির মোরা, থাকবো শাক ভাতটি খেয়ে |

এই দরিদ্রতা আর জাতের লড়াই, খুনোখুনি আর সয়না,
চলনা তোর এই আলির সাথে, আমার প্রিয় ময়না |

ওই শহুরে লোকেরা বলেনা সেই আংটি দিয়ে সিনেমাতে,
করছি প্রপোজ, হবি কি আমার; পালাবি কি এই রাতে ?

নয়তো চল পালাই মোরা এই ভেদাভেদির জাত ছেড়ে,
যেখানে মোদের ভালোবাসা কে নেবেনা কেউ কেড়ে ||

No comments:

Post a Comment