ছোট্ট দুটি হাত ধরে সেই একসাথে চলতে শেখা,
হিস্ট্রি তা লাগতো বড়োই বোরিং, তোর থেকেই নোট লেখা..
চলতো সেসব আর চলতো দুষটু মিষ্টি আড্ডা গুলো,
দোলের টাইম এ অন্য রকম লাগতো তোর মুখে ওই রং গুলো..
কিংবা হয়তো তুই লাগতিস অন্যরকম, একদম স্পেশাল,
তারপর মেলামেশা আরো বাড়লো, হলাম বড্ডো সোশ্যাল |
ফেইসবুক আর হোয়াটস্যাপ এ তে রাতজাগা আর চ্যাট এ ,
তোর জন্য প্রথম শাড়ি টা কিনেছিলাম সেই মঙ্গলা হাটে |
মেলা দেখা, গল্প গুজব, চড়ে নাকর দোলনা,
দিন গুলো ছিল অসীম সুখের, আজ ও ভোলা যায়না |
তোর সাথে সেই ফুচকা খাওয়া আর পাপড়ি চাট,
মুভি দেখা, প্রচুর শপিং আর পুজো জমজমাট |
আরো একধাপ এগিয়ে এবার করতে চাই তোরে মাইন,
বলনা নীরা, তুই হবি কি আমার ভ্যালেনটাইন ?
No comments:
Post a Comment