Tuesday, 25 February 2020

হবি কি আমার ভ্যালেনটাইন?



ছোট্ট দুটি হাত ধরে সেই একসাথে চলতে শেখা,
হিস্ট্রি তা লাগতো বড়োই বোরিং, তোর থেকেই নোট লেখা..

চলতো সেসব আর চলতো দুষটু মিষ্টি আড্ডা গুলো,
দোলের টাইম এ অন্য রকম লাগতো তোর মুখে ওই রং গুলো..

কিংবা হয়তো তুই লাগতিস অন্যরকম, একদম স্পেশাল,
তারপর মেলামেশা আরো বাড়লো, হলাম বড্ডো সোশ্যাল |

ফেইসবুক আর হোয়াটস্যাপ এ তে রাতজাগা আর চ্যাট এ ,
তোর জন্য প্রথম শাড়ি টা কিনেছিলাম সেই মঙ্গলা হাটে |

মেলা দেখা, গল্প গুজব, চড়ে নাকর দোলনা,
দিন গুলো ছিল অসীম সুখের, আজ ও ভোলা যায়না |

তোর সাথে সেই ফুচকা খাওয়া আর পাপড়ি চাট,
মুভি দেখা, প্রচুর শপিং আর পুজো জমজমাট |

আরো একধাপ এগিয়ে এবার করতে চাই তোরে মাইন,
বলনা নীরা, তুই হবি কি আমার ভ্যালেনটাইন ?

No comments:

Post a Comment