বৃষ্টি ভেজা রাস্তা.. আর গাড়ির উইন্ডস্ক্রিনের জমা জল,
এখনো মনে করায় গাড়ির কাঁচে তোর আঁকা জলছবি, তোর কোলাহল |
মনে পরে তোর নেইল আর্ট এবং এলোমেলো কেশরাশি,
তোর গলায় রেকর্ডেড মেটাল মিউজিক, আজ ও ভালোবাসি |
তোর সেই আইল্যাশ.. ঘন কালো কাজল মাখা চোখ,
মনে পরে আজ, মনে পরে তোর সহস্র অভিযোগ |
কেন চলে গেলি? হতো তো ঐটুকু কথা কাটাকাটি,
মারতিস আমায়, করতিস না অনেক ঝগড়াঝাটি |
কিন্তু করলি না..বরং করলি নিঃশব্দ অভিমান...
বুঝতেই দিলিনা, কখন গাঁটছড়া টা হারালো তার প্রাণ |
তবু কেন পড়িস আজ ও শাখা পলা, এখনো উল্কি আঁকা হাতে,
কেন এখনো করিস টেক্সট, হোয়াটস্যাপ এ ওতো রাতে ?
ভুলিস নি তো কিছুই সোনা, ভুলেছিস শুধুই সারনেম টা,
এখনো তো পড়িস গলায়, আমার দেওয়া সেই চেন টা |
তবুও রাগে শেষমেশ ছিড়লাম দড়িটা, করলাম পেপার এ সাইন..
তারপর এস-এম-এস টা এলো তোর, উইশ ইউ হ্যাপি ভ্যালেনটাইন ||
No comments:
Post a Comment