Thursday, 20 February 2020

প্রমিস ডে

তোমার প্রমিসটা ছিল ব্যাক্তিগত,তাই নাইবা করলাম প্রতিজ্ঞা দিবস উৎযাপন,
তোমার প্রমিসটা ছিল অমর, তাই ভাঙবেনা সেটাই তো তুমি করেছিলে পণ |

তোমার প্রমিসটা ছিল মোবাইল এর সেই আমার প্রিয় রিংটোন এ,
যখন চিঠি লেখা প্রথম তোমার এবং শুরু টা তোমার আমায় চিনে |

তোমার প্রমিসটা ছিল সেই প্লেষ্টোরের নতুন App এর প্রমোশন,
যেটার প্রব্লেম স্টেটমেন্ট টা ছিল, without এনি সল্যুশন |

তোমার প্রমিসটা সেই আমার পিঠের  উল্কি তে খোদাই করা,
বেকার একটা design, যেটা এখন আর যায়না তোলা |

ওহ, তোমার প্রমিসটা ছিল সেই স্বপ্নের সাপ সিঁড়ির খেলা,
ঘুম ভাঙলেই রিয়ালিটির মেঘলা সকালবেলা |

তোমার প্রমিস টা ছিল হোয়াটস্যাপ এর সেই শেষ সীন টেক্সট,
সেটা তো ছিল ভার্চুয়াল ওয়ার্ল্ড এর সফ্ট কনটেক্সট |

তাই ভাঙা প্রমিস এর টুকরো গুলো আজ ডাস্ট বিন এ,
সত্যি প্রতিজ্ঞাটা বড় জিনিস, আর হবো না জর্জরিত এ ঋন এ ||


No comments:

Post a Comment