Monday, 24 February 2020

টেডি ডে


ও বাবা, আজ টেডি ডে; আমার টেডি চাই,
মা রে আমার সেটা কি রে, কোথায় গেলে পাই ?

সে ছোট্ট, বাবা; মিষ্টি ভারী, ভালুর মতো রূপ,
ওরে বেটি যাসনা তুই ভালুর কাছে, করিয়ে দেবে চুপ |

কি যে বলো বাবা, ওই যে দেখো ওই দূরের বহুতল,
ওদের তো বাচ্চা গুলোর হরেক রঙের টেডি আছে অঢেল |

দিনের শেষে ভাত টি খেয়ে, ওরা ঘুমায় টেডি নিয়ে,
জন্মদিনের শুভেচ্ছাও জানায় টেডি গিফট দিয়ে |

আর আজ তো টেডির দিন গো বাবা, দাওনা একটা টেডি,
ছোট্ট টেডি পাওয়ার জন্য আমি ওই বিড়ি বাধতেও রেডি |

বিড়ি কেন বাঁধবি রে মা, তুই স্কুল এ যা,
পড়াশোনা করেই তো পাবি, তোর টেডি র দেখা ||

No comments:

Post a Comment