তোর প্রমিস তা তোলা আছে বইয়ের তাকে,
সময় পেলেই রিক্যাপচুলেট করি অবসরে…
প্রমিস করেছিলি পাশে থাকার হোল লাইফ,
কিছু প্রমিস হয়তো প্রমিস হয়না, অথবা প্রমিস তাই মাইথ |
এখনো মনে পরে যখন বেজে উঠেছিল সেই টেলিফোন,
তোর আসার অপেক্ষায় সাজিয়ে ছিলাম তখন ঘরের কোন |
তুই এলি না, তোর প্রমিস টা রয়ে গেলো ডায়রির পাতায়,
টেলিফোন এ ভাষা কণ্ঠস্বর জানায়, তুই এখন স্মৃতিতে, ইতিহাসের কথায় |
হয়তো প্রমিসের প্রায়োরিটি টা ছিল তোর কাছে, কিছু ভিন্নতর,
আমাকে দেওয়া প্রমিসটা সেখানে ফিকে, দেশের জন্য তোর শ্রম অবিরত |
আজ ও মনে হয়, তুই সেই কাদা মাখা পায়ে এসে দাঁড়াবি আমার সম্মুখে,
সেতো কাঁদা নয়, সে আমার দেশের মাটি, যার প্রতি ভালোবাসা ছিল তোর চোখে |
সেই জিতলো অবশেষে, বুঝলাম তাকে দেওয়া প্রমিস টাই বেশি দামি,
সহস্র এরূপ মরণপণ প্রমিস তার খাতায়; সবকটাই যদিও গুমনামী ||
No comments:
Post a Comment