বাংলা আমার আত্মপ্রকাশ, বাংলা আমার গান,
বাংলা আমার অন্তর আত্মা , আমার সম্মান |
বাংলা আমার অনুভূতি, আমার সংলাপ,
শুধু সীতাহারা রামের না, বাংলা আমার ও বিলাপ |
বাংলা আমার, ছোটবেলার নকশি কাঁথার মাঠ এ,
বাংলা আমার শেষ পাতাতে, বাংলা বক্সিগঞ্জের হাটে |
বাংলায় মোর রাঙা মাটির বাউল বাজায় রে একতারা,
বাংলা আমার সাধু ভাষা, আবার চলতি তেও ভরা |
বাংলা আমার আবোল তাবোল, আমার পথের পাঁচালি,
বাংলা আমার অভিমান, তবু হবে না চোখের বালি |
বাংলা আমার শঙ্খচিল আর রাবীন্দ্রিক গানে,
বাংলা আমার পরিচয়, আর আবেগ ভরা প্রাণে |
বাংলা সেই শিবরাম এর দমফাটা হাসি,
বাংলা তুই আমার প্রেম, আমি তোকেই ভালোবাসি |
বাংলা আছে পদ্মা পারে আর অপুর সংসারে,
বাংলা আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন এ রবে ||
বাংলা আমার অন্তর আত্মা , আমার সম্মান |
বাংলা আমার অনুভূতি, আমার সংলাপ,
শুধু সীতাহারা রামের না, বাংলা আমার ও বিলাপ |
বাংলা আমার, ছোটবেলার নকশি কাঁথার মাঠ এ,
বাংলা আমার শেষ পাতাতে, বাংলা বক্সিগঞ্জের হাটে |
বাংলায় মোর রাঙা মাটির বাউল বাজায় রে একতারা,
বাংলা আমার সাধু ভাষা, আবার চলতি তেও ভরা |
বাংলা আমার আবোল তাবোল, আমার পথের পাঁচালি,
বাংলা আমার অভিমান, তবু হবে না চোখের বালি |
বাংলা আমার শঙ্খচিল আর রাবীন্দ্রিক গানে,
বাংলা আমার পরিচয়, আর আবেগ ভরা প্রাণে |
বাংলা সেই শিবরাম এর দমফাটা হাসি,
বাংলা তুই আমার প্রেম, আমি তোকেই ভালোবাসি |
বাংলা আছে পদ্মা পারে আর অপুর সংসারে,
বাংলা আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন এ রবে ||
Wonderful poem, congratulation
ReplyDelete